এক্সপার্ট এডভাইজার

২৮ সেপ, ২০১৫

ফরেক্স এক্সপার্ট এডভাইজার বা রোবট হল একটি কম্পিউটার প্রোগ্রাম যা ট্রেডিং সিগনালের উপর ভিত্তি করে মার্কেটে অটোমেটিক বাই / সেল নেয়। মুলত যাদের প্রফিটেবল স্ট্রাটেজি সাইকোলজিকাল প্রবলেমের কারণে সফলতা পায় না তারাই এটি ব্যবহার করে থাকে।
মুলত C++ এবং MQL প্রোগ্রামিং ল্যাংগুয়েজের মাধ্যমেই mt4 টার্মিনালের EA (Expert Advisor) বা ফরেক্স রোবট তৈরি হয়। এটা মুলত একজন ট্রেডারের প্রফিটেবল স্ট্রাটেজিকেই কোডিং করে ফরেক্স রোবট বানানো হয়। তাই কোন রোবট লস করলে বুঝতে হবে স্ট্রাটেজিটাতে প্রবলেম আছে অথবা কোডিং-এ সমস্যা আছে।

রোবট-এর সুবিধাঃ
================================================
১। নিজে নিজেই ২৪ ঘণ্টা ট্রেড করবে।
২। এটি একটি নির্দিষ্ট সিস্টেমে কাজ করে থাকে, ফলে কখন রুলস ব্রেক হয় না।
৩। অসংখ্য সেটিং থাকে যেগুলো নিজের মত সেটিং-এর মাধ্যমে পরিচালনা করা যায়।
৪। ডাটা এনালাইসিস খুব সল্প সময়ে ইফেক্টিভলি করে থাকে।
৫। বেসিক নলেজ দিয়ে যে কোন নতুন ট্রেডার এই পদ্ধতিতে ইনকাম করতে পারেন।
৬। নির্দিষ্ট একটি কারেন্সি নিয়ে কাজ করে ফলে ট্রেডিং লস খুব কম হয়ে থাকে।

রোবট-এর অসুবিধাঃ
================================================
১। ২৪ ঘণ্টা চালু থাকে এমন পিসিতে সেট করতে হবে। তাই আলাদা ভাবে VPS সার্ভিস-এর মাধ্যমে করতে হয়।
২। সব ব্রোকারে সাপোর্ট পাওয়া যায় না, ফলে আপনার টার্গেট ইনকাম নাও হতে পারে।
৩। একটি রোবট সাধারণত একটির বেশি কারেন্সিতে কাজ করতে পারে না। তাই একাধিক কারেন্সিতে রোবট সেট করতে হলে প্রতি কারেন্সির জন্য রোবট ক্রয় করতে হবে।
৪। রোবট ট্রেডিং-এর ভেতর আপনার ট্রেড করার সুজোগ নেই এতে করে রোবট ফর্মুলা ভুল করে ট্রেড লস করবে।
৫। বেশীরভাগ রোবট মার্কেট হাই ভোলাটিলিটিতে ট্রেড করতে পারে না।
৬। অনেক নতুন ট্রেডার নিজে না শিখে সরাসরি রোবট-এর আশ্রয় নেয় ফলে প্রকৃত পক্ষে ফরেক্স শিখতে পারে না।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ

নাম

ইমেল *

বার্তা *